HotForex Tight Spread

10/20/12

Get (Any Version) Internet Download Manager FULL (OWN LICENSE)



ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আমাদের সবারই একটি প্রিয় ডাউলোড ম্যানেজার। কিন্তু এটি কয়েকদিন পর পর আপডেট হওয়াতে আমাদের নতুন নতুন ফাইল খুজতে হয়। আমিও পড়েছি এই সমস্যায়। আর যাতে এই ধরনের সমস্যায় পরতে না হয় তাই আপনাদের সবার জন্য আমার তরফ থেকে একটি ছোট্ট উপহার। তো আসুন দেখে নিই কি করে ফুল ভার্সন করি "Internet Download Manager" কে ক্রাক করা ছাড়া।
১) প্রথমে http://internetdownloadmanager.com থেকে ফ্রি ৩০ দিনের ভার্সনটি ডাওনলোড করে নিন এবং ইন্সটল করুন।
২) তার পরে এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিন। http://www.mediafire.com/?45xsaq7isslmges  (878 byts)
৩) এর পর জিপ করা ফাইটি খুলুন। ""Active" নামের ফোল্ডারটি খুলুন। এবার এখানে দুইটি ফাইল আছে। একটি "Active.bat" অপরটি "SERIAL.txt"
৪) আপনি যদি Windows XP ব্যাবহার করেন তবে এটাতে ডাবল ক্লিক করুন। এবং  ৬নং স্টেপ ফলো করুন। আর Windows 7/Vista ব্যাবহারকারীরা এটি বাদ দিয়ে ৫নং স্টেপ ফলো করুন।
৫) আপনি যদি Windows 7/ Vista ব্যবহারকারী হয়ে থাকেন তবে "Active.bat" ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে "Run as administrator" এ ক্লিক করে ফাইলটি ওপেন করুন এবং ৬ নং স্টেপ ফলো করুন।
৬) এবার দেখুন একটি কমান্ড প্রোমট ওপেন হয়েছে। এবার আপনি Y টাইপ করে Enter প্রেস করুন। ব্যাস এটার কাজ শেষ।
৭) এবার "SERIAL.txt" ফাইলটি ওপেন করুন এবং SERIAL টি কপি করুন।
৮) এবার "Internet Download Manager" ওপেন করুন এবং ওপরের মেনু থেকে Registration >> Registration এ যান। এখানে একটি ফ্রম ওপেন হবে যেখানে নাম, ইমেইল ও সিরিয়াল চাইবে। এউ ফ্রমে আপনার নাম, ইমেইল ও কপি করা সিরিয়ালটি পেষ্ট করে "OK" তে ক্লিক করুন।
৯) Congratulation!!! এখন আপনি একটি লাইসেন্স করা ডাউনরোড ম্যানেজারের মালিক। এটি যে কোন ভার্সনের ডাইনলোড ম্যানেজারের ক্ষেত্রে কাজ করবে।
যাদের ফেইক সিরিয়াল নাম্বার শো করছে তারা ২-৮ নাম্বার সিরিয়াল ফলো করুন।
Active.bat: এটি কোন ক্রাক ফাইল নয়। এটি /windows/system32/drivers/hosts ফাইলটিতে কিছু নতুন লাইন যোগ করে মাত্র।
ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। কারন পাঠকের কমেন্টসই একজন ব্লগারকে পোষ্ট লিখতে উ‌ৎসাহ প্রদান করে।

No comments:

Post a Comment